২২ আগস্টের হামলায় গাজায় অন্তত ৭১ নিহত, আহতের সংখ্যা ২৫১ ছাড়াল

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১০:০৩:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১০:০৩:০৫ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলের সর্বশেষ সামরিক অভিযানে একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ২৫১ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (২২ আগস্ট) এ হতাহতের ঘটনা নিশ্চিত করেছে।
 

সেদিন গাজা সিটিতে ব্যাপক তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী, যেখানে অন্তত ৩৭ জন নিহত হন। শেখ রেদওয়ান এলাকায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমাবর্ষণে ১২ জনের মৃত্যু হয়। একই দিন তুফাহ এলাকাতেও হামলা চালানো হয়। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি তাবুতে চালানো হামলায় চার শিশুসহ পাঁচজন নিহত হন।
 

মধ্য গাজার মাঘাজি ক্যাম্প এবং উত্তর গাজার জাবালিয়া আলা বালাদ এলাকাও ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়। এদিকে ত্রাণ সংগ্রহকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন।
 

হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করেছেন, যদি হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে না নেয়, তবে পুরো গাজা সিটি ধ্বংস করে ফেলা হবে।
 

উল্লেখ্য, নভেম্বর ২০২৩ সালের পর থেকে টানা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। চলমান এই সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]