জেরুজালেমে খ্রিস্টান স্থাপনা নিয়ে রাশিয়া–ইসরাইল বিরোধ তীব্র

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন
জেরুজালেমের পুরনো শহরে আলেকজান্ডার কোর্টইয়ার্ডের মালিকানা নিয়ে রাশিয়া ও ইসরাইলের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে বলেছেন, ঐতিহাসিক এই স্থান রাশিয়ার কাছে ফিরিয়ে দিতে হবে।
 
চার্চ অফ দ্য হলি সেপালখারের পাশে অবস্থিত প্রায় ১,৩০০ বর্গমিটার জায়গাটি শতাব্দী ধরে বিতর্কিত। ১৮৯০ সাল থেকে রাশিয়ার ইম্পেরিয়াল অর্থোডক্স প্যালেস্টাইন সোসাইটি (OPS) এটি নিয়ন্ত্রণে রেখেছে। এমনকি অটোমান আমলের নথিপত্রেও ভূমিটি “রুশ সাম্রাজ্যের অংশ” হিসেবে উল্লেখ রয়েছে।
 
পুতিনের মতে, বিষয়টি শুধু রাজনৈতিক নয়; এটি রাশিয়ার দীর্ঘদিনের উপস্থিতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। তবে ইসরাইল মালিকানা নিয়ে অনড় অবস্থান ধরে রেখেছে। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]