সুপ্রিম কোর্টে জামিন পেলেন ইমরান খান, তবে মুক্তি নয়

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:৪১:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:৪১:১৫ পূর্বাহ্ন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২০২৩ সালের মে মাসের অস্থিরতা-সংক্রান্ত কয়েকটি মামলায় জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে লাহোর হাই কোর্টের আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
 
তবে জামিন পেলেও তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। কারণ তোশাখানা দুর্নীতি মামলা ও সাইফার মামলাসহ অন্যান্য মামলায় তার সাজা বহাল রয়েছে।
 
ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। সাবেক এই ক্রিকেট তারকা রাজনৈতিক জীবনে সবসময়ই পাকিস্তানের শক্তিশালী সেনা প্রতিষ্ঠানের সমালোচক হিসেবে পরিচিত। তার সমর্থকদের দাবি, রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তার ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে বড় কারণ ছিল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]