
রাশিয়া থেকে সস্তা অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে ভারতের মূল চালিকাশক্তি হিসেবে উঠে এসেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি। ইউক্রেন যুদ্ধের আগে প্রতিষ্ঠানটি রাশিয়া থেকে খুব সামান্য তেল আমদানি করত—মাত্র ৩ শতাংশ। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর এই হার ক্রমে বেড়ে ২০২৫ সালে গড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের প্রথম সাত মাসে রিলায়েন্সের জামনগর শোধনাগার রাশিয়া থেকে ১৮.৩ মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করেছে, যার মূল্য প্রায় ৮.৭ বিলিয়ন ডলার। এটি ২০২৪ সালের তুলনায় ৬৪ শতাংশ বেশি।
রাশিয়ান তেল প্রক্রিয়াজাত করে তৈরি পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলসহ বিভিন্ন পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে জামনগর রিফাইনারি। এর মধ্যে প্রায় ৪২ শতাংশ রপ্তানি হয়েছে সেই দেশগুলোতে, যারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হয়েছে ১৭ বিলিয়ন ইউরোর বেশি পণ্য এবং যুক্তরাষ্ট্রে গেছে প্রায় ৬.৩ বিলিয়ন ডলারের পণ্য।