
বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) এক সদস্যের সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যকে পা ধরে বসে থাকতে দেখা একটি ভিডিও সম্প্রতি অনলাইনে আলোচনার ঝড় তোলে। তবে ভারতের অভ্যন্তরে এখন আর ভিডিওটি দেখা যাচ্ছে না। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় আইনি অনুরোধের ভিত্তিতে ভিডিওটি কেবল ভারতে সীমাবদ্ধ করা হয়েছে।
আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের শেয়ার করা ভিডিওটি প্রকাশের পর, ভারতজুড়ে ব্যাপক সাড়া পড়ে। ঘটনাটি ঘটে যখন একজন বিএসএফ সদস্য অবৈধভাবে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে অস্ত্রসহ বিজিবির হাতে আটক হন। ভিডিওতে দেখা যায়, তিনি বিজিবি সদস্যের পা ধরে বসে আছেন।
ফেসবুকের নোটিফিকেশন অনুযায়ী, ২২ আগস্ট ২০২৫ তারিখে ভারতের গ্রিভিয়েন্স অ্যাপিলেট কমিটি (GAC)-এর অনুরোধে এই সীমাবদ্ধতা আরোপ করা হয়। নোটিফিকেশনে বলা হয়— স্থানীয় আইনের কারণে ভিডিওটি ভারতের ব্যবহারকারীরা দেখতে পারবেন না।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বিষয়টিকে সীমান্ত সম্পর্কের সংবেদনশীল ইঙ্গিত হিসেবে উল্লেখ করছেন। অন্যদিকে, সমালোচকেরা বলছেন, তথ্যের স্বাধীনতা রক্ষায় এ ধরনের সেন্সরশিপ উদ্বেগজনক।