দেশজুড়ে টানা বর্ষণ, ৭ জেলায় ঝড়–বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১২:০৩:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১২:০৩:৪৭ পূর্বাহ্ন

দেশব্যাপী টানা বৃষ্টিপাতের প্রবণতা থামছে না। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের কুতুবদিয়ায় সর্বোচ্চ ২৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বাধিক। এ অবস্থায় শনিবার (২৩ আগস্ট) সকালেই খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ সাত জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯০ মিলিমিটার, চট্টগ্রামে ৮৭, কক্সবাজারে ৮৫, পটুয়াখালীর খেপুপাড়ায় ৮৩, সিলেটে ৩৪ ও ঢাকায় ২০ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগামী পাঁচ দিনও এমন অবস্থা অব্যাহত থাকার পাশাপাশি কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির শঙ্কা রয়েছে।
 

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, শনিবার সকাল পর্যন্ত সাত জেলার উপর দিয়ে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সোমবারের মধ্যে (২৫ আগস্ট) বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বৃষ্টিপাত আরও দীর্ঘায়িত হতে পারে।
 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, শনিবার থেকে বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আজ রাত পর্যন্ত কোথাও কোথাও অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। রোববার (২৪ আগস্ট) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ একাধিক বিভাগে ভারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে, যা আঞ্চলিকভাবে ভারি বর্ষণে রূপ নিতে পারে।
 

মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে অন্তত আগামী পাঁচ দিন দেশের বৃষ্টিবহুল আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]