
গাজা সিটিতে শিশুদের মধ্যে মারাত্মক অপুষ্টি পরিস্থিতি ক্রমেই প্রকট হয়ে উঠছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকেরা। পেশেন্টস ফ্রেন্ডস বেনেভোলেন্ট সোসাইটি হাসপাতালের ক্লিনিকাল নিউট্রিশন বিশেষজ্ঞ সুজান মোহাম্মদ মারুফ সতর্ক করে বলেছেন, প্রতিদিন নতুন করে অসংখ্য শিশুকে অপুষ্টিজনিত জটিলতায় ভর্তি করতে হচ্ছে এবং পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী না থাকায় একই বিছানায় একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, সম্প্রতি একদিনেই হাসপাতালে ১১ জন অপুষ্টি আক্রান্ত শিশুকে ভর্তি করতে হয়েছে। কিন্তু সীমিত চিকিৎসা সুবিধা ও সরঞ্জামের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সুজান মোহাম্মদ উদ্বেগ প্রকাশ করে বলেন, ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হলেও, মায়েদের নিজেদের শরীরেই অপুষ্টি দেখা দেওয়ায় পর্যাপ্ত দুধ উৎপাদিত হচ্ছে না। অন্যদিকে বিকল্প হিসেবে ব্যবহৃত শিশু ফর্মুলা দুধ এখন কার্যত অনুপলব্ধ, যা শিশুদের ঝুঁকিকে আরও বাড়াচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনীয় ওষুধ ও পুষ্টির ঘাটতি যদি অব্যাহত থাকে, তবে আরও অনেক শিশুর প্রাণহানি ঘটতে পারে। ইতোমধ্যে বহু পরিবার সন্তান হারিয়েছে, আর প্রতিদিনই সেই সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।
এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলকে গভীর সংকটের বার্তা দিচ্ছে, যা গাজার শিশুদের টিকে থাকার লড়াইকে আরও কঠিন করে তুলছে।
সূত্র: বিবিসি নিউজ