যশোরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১০:৪১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১০:৪১:৩০ অপরাহ্ন

যশোরের মনিরামপুরে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইফা (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ফরহাদ হোসেন (৪০) ও মা স্বপ্নীল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে উপজেলার বিজয়রামপুর খইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

মনিরামপুর থানার ওসি শেখ বাবলুর খান জানান, যশোর থেকে কেশবপুরগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু ইফা।
 

স্থানীয়রা আহত ফরহাদ হোসেন ও স্বপ্নীল ইসলামকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]