নেত্রকোনায় মতবিনিময় সভায় বাবর: খালেদা জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪৫:০৮ অপরাহ্ন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবার। আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে তার এক ছেলে মৃত্যুবরণ করেছেন এবং বড় ছেলে তারেক রহমান এখনও লন্ডনে প্রবাস জীবন কাটাচ্ছেন।
 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

বাবর বলেন, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, কঠিন সময় অতিক্রম করতে হবে। এজন্য ঐক্য ধরে রাখতে হবে এবং কেন্দ্রীয় নির্দেশনা মেনে সংগঠিত থাকতে হবে।
 

নেতাকর্মীদের সততা বজায় রাখার আহ্বান জানিয়ে বাবর বলেন, “প্রথমে নিজেরা সঠিক থাকব, অন্যায় করব না, অন্যকেও করতে দেব না। কেউ করলে তা জানাতে হবে। এরপরও যদি অন্যায় হয়, তাকে ছাড় দেওয়া হবে না।”
 

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সুসংগঠিত বলে মন্তব্য করেন বাবর। একই সঙ্গে নিজের ওপর হওয়া নির্যাতনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলায় তাকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা দিয়েছে। তবে জনগণের দোয়া ও ভালোবাসায় তিনি মুক্ত হতে পেরেছেন এবং দীর্ঘ ১৮ বছর ধরে আন্দোলনের সঙ্গে আছেন।
 

উল্লেখ্য, নেত্রকোনা-৪ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ এলাকায় পৌঁছান এবং রাতের সভা শেষে শুক্রবার সকালে পথসভায় অংশ নেন।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]