মালয়েশিয়া সফর শেষে চীন যাচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, আট সদস্যের প্রতিনিধি দলে শীর্ষ নেতারা

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১২:৫৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১২:৫৮:১১ অপরাহ্ন

মালয়েশিয়া সফর শেষ করেই চীনের উদ্দেশে রওনা হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী ২৬ আগস্ট দলটির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে আট সদস্যের এক প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন তিনি। প্রতিনিধি দলটি ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।
 

চীন সফরে অংশ নিতে যাওয়া দলের অন্য সদস্যরা হচ্ছেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।
 

এনসিপির চীন সফরের আগেই নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন, যা আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টার।
 

চীনে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সফরের অংশ হিসেবে এনসিপির এ সফরটি গুরুত্ব পাচ্ছে। এর আগে জুন মাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং যান। একই পথে জুলাই মাসে জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বাধীন নয় সদস্যের একটি দল চীন সফর সম্পন্ন করে। বিশ্লেষকদের মতে, এসব সফর দক্ষিণ এশিয়ায় চীনের কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক রাজনৈতিক উপস্থিতি দৃঢ় করার ইঙ্গিত বহন করছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]