রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক সহযোগিতা জরুরি: টম অ্যান্ড্রুজের সাথে প্রধান উপদেষ্টা ইউনূসের আলোচনা

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১২:৩৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১২:৩৪:৫৫ অপরাহ্ন

মিয়ানমারের মানবাধিকার ইস্যু এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ শুক্রবার সকালে ঢাকার যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। অ্যান্ড্রুজ বর্তমানে কক্সবাজারে আয়োজিতব্য আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ সফরে রয়েছেন, যার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।
 

সৌজন্য সাক্ষাতে টম অ্যান্ড্রুজ রোহিঙ্গা ইস্যুতে ইউনূসের নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ শুধু রোহিঙ্গাদের আশ্রয়ই দেয়নি, বরং সংকটের টেকসই সমাধানের আশা বিশ্বের সামনে ধরে রেখেছে, যা আন্তর্জাতিক মহলে গভীর কৃতজ্ঞতার জন্ম দিয়েছে। একইসঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ আয়োজিত বৃহৎ সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুতিতে নেতৃত্ব দেয়ার জন্য ইউনূসকে ধন্যবাদ জানান অ্যান্ড্রুজ।
 

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈশ্বিক মানবিক সহায়তা কমে যাওয়ার কারণে রোহিঙ্গা শরণার্থীদের সমর্থনে যে সংকট তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অ্যান্ড্রুজকে আন্তর্জাতিক দাতাদের অনুদান বাড়াতে সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানান।
 

আগামী ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন’ সামনে রেখে ইতোমধ্যেই ঢাকায় কূটনীতিকদের ব্রিফ করেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কার্যালয়। ব্রিফিংয়ে রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক আলোচনায় সক্রিয় রাখতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জানান, এক সময় প্রায় আন্তর্জাতিক এজেন্ডা থেকে বাদ পড়তে বসা রোহিঙ্গা সংকটকে পুনরায় বৈশ্বিক আলোচনায় ফেরাতে গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে ইউনূসের সরাসরি উদ্যোগ ছিল গুরুত্বপূর্ণ। তার আহ্বানের ভিত্তিতে জাতিসংঘ অবিলম্বে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং বর্তমানে বিশ্বের ১০৬টি দেশ এই উদ্যোগকে সমর্থন করছে। বিশেষজ্ঞদের মতে, এটি সংকট সমাধানে নতুন মাত্রা যোগ করতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]