গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১২:২৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০১:১৭:৫২ অপরাহ্ন

ঢাকার গেন্ডারিয়া হরিচরণ রোডে বৃহস্পতিবার রাত গভীরে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রত্যেকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
 

স্বজনদের বরাতে জানা যায়, পরিবারের সদস্যরা ওই ভবনের দ্বিতীয় তলায় বসবাস করছিলেন। বাসার পাশেই থাকা বিদ্যুৎ ট্রান্সফরমারে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে বাসায়। রাতের নীরবতায় ঘটে যাওয়া এ ঘটনায় মোসলেম উদ্দিন (৬৫), তাঁর স্ত্রী সালমা বেগম (৫০) ও ছেলে মেজবাহ উদ্দিন (২৮) আগুনে গুরুতর দগ্ধ হন। প্রতিবেশীদের সহায়তায় ভোররাতেই তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
 

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের প্রায় ৯০ শতাংশ, তাঁর স্ত্রীর শরীরের ৫৫ শতাংশ এবং মেজবাহ উদ্দিনের শরীরের ১০০ শতাংশই পুড়ে গেছে। তিনজনের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরণজনিত দুর্ঘটনা দেশে এখনো জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]