হাসিনার আশ্রয় নিয়ে প্রশ্ন ওয়াইসির: ‘অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো শুরু হোক হাসিনা থেকে’

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১২:১০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১২:১০:৩৮ অপরাহ্ন
ভারতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি। অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান ও সংসদ সদস্য আসাদ উদ্দিন ওয়াইসি প্রশ্ন তুলেছেন, যেহেতু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়নের কথা বলা হচ্ছে, তাহলে এর শুরু হাসিনা থেকেই হওয়া উচিত।
 
বৃহস্পতিবার (২১ আগস্ট) ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াইসি বলেন, “কেন্দ্রীয় সরকার যদি সত্যিই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে চায়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “আমরা কেন হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছি? তিনিও তো একজন বাংলাদেশি।”
 
ওয়াইসি অভিযোগ করে বলেন, মালদাহ ও মুর্শিদাবাদ অঞ্চলের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে ধরে এনে বাংলাদেশ সীমান্তবর্তী ‘নো ম্যানস ল্যান্ড’-এ ছেড়ে আসা হচ্ছে। তার মতে, এই পদ্ধতি অমানবিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
 
তিনি আরও বলেন, ঢাকায় সাম্প্রতিক গণঅভ্যুত্থান ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা। ভারতকে সেটি মেনে নিতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে হবে। ওয়াইসির দাবি, ভারতে এখন একজন বাংলাদেশি অবস্থান করছেন, যিনি নিজের বক্তব্যের মাধ্যমে জটিলতা তৈরি করছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]