ইসি চালু করলো অফিসিয়াল ইউটিউব চ্যানেল: ভোটারদের জন্য সরাসরি তথ্যের সুযোগ

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৩:৪৬:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৩:৪৬:২৭ পূর্বাহ্ন
নির্বাচন কমিশন (ইসি) অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এই চ্যানেলের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, যার মাধ্যমে ভোটার নিবন্ধন, নির্বাচনের সময়সূচি, প্রার্থীদের করণীয় এবং ভোটারদের দায়িত্বসহ নির্বাচনী তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
 
সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা ও স্বচ্ছতা বজায় রাখতে এই চ্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে নারী, যুব সমাজ, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়ে এটি চালু করা হয়েছে। তিনি আরও সতর্ক করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার করে মিথ্যা বা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে। এজন্য সকলকে তথ্য যাচাই করার পরেই শেয়ার করার আহ্বান জানিয়েছেন তিনি।
 
নির্বাচন কমিশনের এই উদ্যোগে দেশের ভোটাররা সরাসরি নির্ভরযোগ্য তথ্য পাবেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য প্রতিরোধে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন। এছাড়া, নির্বাচন সংক্রান্ত তথ্য ফেসবুক পেজের মাধ্যমে ও জনগণের জন্য উন্মুক্ত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]