
সিলেটের ধোপাগুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩৭ হাজার ঘনফুট অবৈধভাবে লুট করা পাথর জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ টহল দলের অভিযান পরিচালনা করা হয়।
র্যাবের গণমাধ্যম শাখা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে এ অভিযান সম্পন্ন করা হয়। অভিযানের সময় সাদা পোশাকধারী র্যাব সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তা অংশ নেন। ধোপাগুল এলাকার বিভিন্ন স্থান থেকে জব্দ করা পাথরের পরিমাণ প্রায় ৩৭ হাজার ঘনফুট।
জব্দকৃত পাথরের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের মাধ্যমে স্থানীয় সম্পদের অবৈধ ব্যবহার রোধ করা এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নিশ্চিত করা হবে।