নিরাপত্তা নিশ্চিত না হলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাসের ঘোষণা

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৩:৩৭:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৩:৩৭:৫৩ পূর্বাহ্ন
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা-সংক্রান্ত সব উদ্বেগের সঠিক সমাধান না হওয়া পর্যন্ত কোনো ধরনের ভিসা ইস্যু করা হবে না। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
 
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। তাই যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো আবেদন অনুমোদিত হয় না।
 
এছাড়া, ভুয়া নথি দাখিলকারীদের বিরুদ্ধে কড়া অবস্থানের কথাও উল্লেখ করেছে মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, ভুয়া ডকুমেন্ট জমা দিলে আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যান করা হয় এবং যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশেও আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]