
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, ২১ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০,৮৫৬ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রণীত ব্যালান্স অব পেমেন্টস ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) অনুসারে রিজার্ভের পরিমাণ ২৫,৮৬১ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে ১৭ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০,৮০৯ দশমিক ৯৬ মিলিয়ন ডলার এবং আইএমএফ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৫,৮০৬ দশমিক ৮১ মিলিয়ন ডলার। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে রিজার্ভে সামান্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, আইএমএফ নির্ধারিত নিয়ম অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়।