দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সিলেটের ডিসির অভিযান: অবৈধ পাথর জব্দ

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৩:২০:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৩:২১:৪৬ পূর্বাহ্ন
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কের অবৈধ পাথর ও স্টোন ক্রাশারের বিরুদ্ধে অভিযানে নেমেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে তিনি তিনটি ক্রাশার মিলে অবৈধভাবে মজুত পাথর জব্দ করেন।
 
প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সফরে যান জেলা প্রশাসক। ফেরার পথে টুকেরগাঁও এলাকায় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার এবং নামবিহীন একটি মিল থেকে অবৈধভাবে রাখা পাথর জব্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে পাথরের সঠিক পরিমাণ জানা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া জানান, সার্ভেয়ারের মাধ্যমে মজুত পাথরের পরিমাপ শেষে পরিসংখ্যান প্রকাশ করা হবে।
 
সকালে দায়িত্ব নেওয়ার পরপরই ডিসি সারওয়ার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় যান। সেখানে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন এবং ক্ষতিপূরণের কাজ তদারকি করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সাদাপাথরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সব ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কারা এই লুটপাটে জড়িত এবং কীভাবে তা ঘটেছে, সে বিষয়েও তদন্ত চালানো হবে।
 
তিনি আরও জানান, সাদাপাথর থেকে যাতে ভবিষ্যতে আর কোনো পাথর চুরি না হয়, সে জন্য কঠোর নজরদারি চালু করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]