আজও ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩১১ জন

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১১:৫৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১১:৫৯:০৮ অপরাহ্ন

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন রোগী। বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮২ জনে। একই সময়ে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১০ জন। সর্বশেষ মৃতদের মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন এবং রাজশাহী বিভাগে দুজন ছিলেন। আক্রান্তের দিক থেকেও এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। শুধু ঢাকার দুই সিটি করপোরেশন ও পার্শ্ববর্তী জেলাগুলোতেই নতুন করে ১৫৪ জন রোগী শনাক্ত হয়েছেন।
 

বিভাগওয়ারি হিসেবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশালে ৮২ জন, চট্টগ্রামে ৩৭ জন, ঢাকার বাইরে অন্যান্য জেলায় ৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ৫১ জন, দক্ষিণ সিটিতে ৬১ জন, খুলনায় ১৫ জন, ময়মনসিংহে ২ জন এবং রাজশাহীতে ২১ জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই পুরুষ।
 

স্বাস্থ্য অধিদফতরের রেকর্ডে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতি মাসেই ডেঙ্গুর প্রভাব ধাপে ধাপে বেড়েছে। জানুয়ারিতে যেখানে ভর্তি ছিল ১ হাজার ১৬১ জন, জুলাইয়ে তা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮৪ জনে। এ সময় মৃত্যুর সংখ্যাও বেড়েছে; জুনে ১৯ জন ও জুলাইয়ে ৪১ জনের মৃত্যু হয়। চলতি আগস্ট মাসেই এখন পর্যন্ত ৬ হাজার ৮০২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২৭ জন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]