এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইএফটির মাধ্যমে: ২৩ আগস্টের মধ্যে অনলাইনে বিল দাখিলের নির্দেশ

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১১:০৫:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৪৪:১২ অপরাহ্ন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর জন্য চলতি মাসের বিল ২৩ আগস্টের মধ্যে অনলাইনে জমা দিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এ ব্যাপারে বুধবার (২০ আগস্ট) প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে একটি চিঠি জারি করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের বেতনের অর্থ ইএফটির মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। নির্ধারিত সময়ে অনলাইনে বিল দাখিল না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিওর অর্থ পাবেন না।

নির্দেশনায় আরও বলা হয়, অনলাইনে সাবমিট করা বিলের একটি কপি প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য দিলে কোনো শিক্ষক-কর্মচারীর বেতন আটকে গেলে এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

জানা গেছে, এ বছরের জানুয়ারি থেকে এমপিওভুক্তদের বেতন ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকলেও আগস্ট থেকে বিল দাখিলের জন্য অনলাইনে নতুন ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠান প্রধান নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য বেতন নির্ধারণ করে বিল দাখিল করবেন।

এছাড়া, কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিত থাকলে তার প্রাপ্যতা অনুযায়ী বেতন কর্তন বা বন্ধ করার বিষয়টিও বিল দাখিলের সময় উল্লেখ করতে হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]