খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বায়েজিদ জান্নাত গ্রেফতার

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১০:২৬:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১০:২৬:১০ পূর্বাহ্ন

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ জান্নাত সিনাকে (২৯) গ্রেফতার করেছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সেখান থেকে নিয়ে এসে গভীর রাতে খুলনা ডিবি কার্যালয়ে আনা হয়।
 

পুলিশ জানায়, বায়েজিদ জান্নাত খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং স্থানীয় জিয়াউল জান্নাত বাবুলের ছেলে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এ ছাড়া ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
 

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, বায়েজিদ জান্নাত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]