পাকিস্তান আবারও ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১০:২২:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১০:২২:৩০ পূর্বাহ্ন

পাকিস্তান ভারতের সব ধরনের বিমান—সামরিক ও বেসামরিক—এর জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
 

পাকিস্তানের জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (Pakistan Airport Authority - PAA) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয় মালিকানাধীন বা লিজকৃত কোনো এয়ারক্রাফট পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এর আগে এই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ২২ আগস্ট পর্যন্ত। সর্বশেষ নোটিশে তা বাড়িয়ে আরও এক মাস করা হয়েছে।

 

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় ভারতীয় বিমান সংস্থাগুলোকে বিকল্প রুটে উড়তে হচ্ছে। এতে অনেক ফ্লাইটের যাত্রাপথ দীর্ঘ হচ্ছে এবং যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]