
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব সংগ্রহ চলতি অর্থবছরের (২০২৫–২৬) প্রথম মাস জুলাইয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ সময়ে রাজস্ব আহরণ বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকায়, যা গত বছরের একই মাসের তুলনায় ২৪ দশমিক ৩৩ শতাংশ বেশি।
২০২৪ সালের জুলাইয়ে রাজস্ব আহরণ হয়েছিল ২১ হাজার ৯১৬ দশমিক ০৮ কোটি টাকা। তবে প্রবৃদ্ধি থাকলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি। জুলাই মাসে রাজস্ব সংগ্রহের লক্ষ্য ছিল ৩০ হাজার ১১০ দশমিক ৯৬ কোটি টাকা, কিন্তু প্রকৃত আহরণ হয়েছে তার চেয়ে প্রায় ২ হাজার ৮৬২ কোটি টাকা কম।
এনবিআরের হিসাব বলছে, ২০২৫ সালের জুলাইয়ে কাস্টমস উইং থেকে আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা, যা ১৭ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। একই সময়ে ভ্যাট উইং থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা—এ খাতে প্রবৃদ্ধির হার সর্বোচ্চ ৩২ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া ইনকাম ট্যাক্স উইং থেকে আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা, যা ২১ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি।
বিশ্লেষকদের মতে, প্রবৃদ্ধি সত্ত্বেও লক্ষ্যমাত্রার ঘাটতি পূরণে করদাতাদের অংশগ্রহণ বৃদ্ধি, রাজস্ব প্রশাসনে দক্ষতা এবং কর ব্যবস্থার আধুনিকায়ন জরুরি হয়ে উঠছে।