
যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক মনে করেন, ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি দেওয়া উচিত। রয়টার্স/ইপসোস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ মার্কিনি এ বিষয়ে সম্মতি জানিয়েছেন। তবে ৩৩ শতাংশ এতে একমত নন এবং ৯ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
জরিপটি এমন সময়ে পরিচালিত হয়েছে যখন ইসরাইল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। আশা করা হচ্ছিল, একটি চুক্তি হলে কিছু ইসরাইলি বন্দি মুক্তি পেতে পারে এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানো সহজ হবে। এ প্রসঙ্গে তেল আবিবের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইল হামাসের প্রস্তাব পর্যালোচনা করছে, যেখানে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং বন্দি অর্ধেক ইসরাইলিকে মুক্তির শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে গাজায় চলমান মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ কয়েকটি ইউরোপীয় দেশ সম্প্রতি জানিয়েছে, গাজার পরিস্থিতি ‘অকল্পনীয় মাত্রায়’ পৌঁছেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও সতর্ক করেছে, অঞ্চলটি দুর্ভিক্ষের মুখে পড়তে পারে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, টানা ছয় দিন ধরে পরিচালিত এই জরিপ শেষ হয়েছে গত সোমবার। এর ঠিক আগে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। বিশ্লেষকদের মতে, এসব সিদ্ধান্ত ইসরাইলের ওপর চাপ বাড়িয়ে তুলেছে, বিশেষত যখন গাজায় খাদ্য ও চিকিৎসা সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।