
পাকিস্তানের সামরিক হুমকির পর কৌশলগত সক্ষমতা প্রদর্শনে ‘অগ্নি ৫’ নামের মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার (২০ আগস্ট) ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
সম্প্রতি ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়ে। ফ্লোরিডার ট্যাম্পায় প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির প্রকাশ্যে বলেন, ভবিষ্যতের যুদ্ধে দেশটির অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক হামলার পথে যেতে পারে। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতারা একই সুরে বক্তব্য দেন। এসব মন্তব্যে কঠোর প্রতিক্রিয়া জানায় ভারত।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, অগ্নি ৫ উৎক্ষেপণের মাধ্যমে সব অপারেশনাল ও কারিগরি সক্ষমতা সফলভাবে যাচাই করা হয়েছে। ভারতের পক্ষ থেকে এ ধরনের পরীক্ষাকে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে দেখা হলেও বিশ্লেষকদের মতে, এটি পাকিস্তানের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে একটি কৌশলগত বার্তা বহন করছে।