চেম্বার আদালতে স্থগিত জামিন, আত্মসমর্পণের নির্দেশ পুলিশ এসআই সাজ্জাদ-উজ্জামানকে

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৭:৫৪:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৭:৫৪:৫১ অপরাহ্ন
জুলাই-আগস্টের আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় জামিন পাওয়া পুলিশের এসআই সাজ্জাদ-উজ্জামানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে চেম্বার আদালত। বুধবার (২০ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের বিশেষ চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে এ নির্দেশ দেন।
 
এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ সাজ্জাদ-উজ্জামানকে জামিন দিলে শহীদ পরিবারের সদস্যরা তীব্র প্রতিক্রিয়া জানান। তারা জামিনের সিদ্ধান্তকে অন্যায় আখ্যা দিয়ে এর সমালোচনা করেন।
 
এ প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, শহীদ পরিবারের দাখিল করা মামলায় পুলিশ বাহিনীর একজন সদস্যকে হাইকোর্ট জামিন দিলেও এর সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, শহীদ পরিবারগুলোর ক্ষোভ যৌক্তিক হলেও আইনি প্রক্রিয়া আদালতের নিজস্ব এখতিয়ারেই চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]