অভিযোগের জবাবদিহিতে নোটিশ পেলেন চিতলমারীর স্বাস্থ্য কর্মকর্তা শর্মী রায়

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৭:৪২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৭:৪২:৫৬ অপরাহ্ন
বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়কে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। সচিব মো. সাইদুর রহমানের স্বাক্ষরে ১৩ আগস্ট জারি করা এই নোটিশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
 
নোটিশে জানানো হয়, মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালে শর্মী রায়ের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। তদন্ত শেষে পিরোজপুরের সিভিল সার্জনের জমা দেওয়া প্রতিবেদনে এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। এ অবস্থায় তাঁকে ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
 
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর এ ধরনের কার্যকলাপ অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। তাই কেন তাঁকে বরখাস্তকরণ বা গুরুদণ্ড দেওয়া হবে না—সেই বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।
 
এ প্রসঙ্গে চিকিৎসক শর্মী রায় বলেন, “করোনাকালীন সময়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। সে অনুযায়ী আমাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আমি নির্ধারিত সময়ে জবাব দেব।”
অন্যদিকে বাগেরহাটের সিভিল সার্জন চিকিৎসক আ. স. মো. মাহবুবুল আলম জানান, "এটি বিভাগীয় মামলা নয়, শোকজ করা হয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।"

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]