অবসরপ্রাপ্ত আরও ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৭:৩৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৭:৩৭:২০ অপরাহ্ন
প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের মোট ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এ প্রস্তাব তুলে ধরেন পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।
 
সুপারিশে বলা হয়েছে, প্রস্তাবিত কর্মকর্তাদের মধ্যে গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন রয়েছেন।
 
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে পদোন্নতিতে বঞ্চিত হয়ে অবসর নেওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর একটি কমিটি গঠন করা হয়। এ কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং আইন ও বিচার বিভাগের প্রতিনিধিরা ছিলেন।
 
পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি দুই ধাপে কাজ সম্পন্ন করে। প্রথম ধাপে উপসচিব ও তার ঊর্ধ্বতন পদে বঞ্চনার আবেদন যাচাই শেষে ২০২৪ সালের ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে একটি প্রতিবেদন দেওয়া হয়। দ্বিতীয় ধাপে অবসরপ্রাপ্ত অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের আবেদন বিশ্লেষণ করে এই ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]