১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৫:৪৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৫:৪৪:০৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
 

চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা–২০২৫ কমিশনের অনুমোদিত হয়েছে এবং এটি গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন আইন, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী ভোটকেন্দ্রের খসড়া তালিকা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে ২৫ দিন আগে প্রকাশ করতে হবে।
 

নির্বাচন কমিশন জানিয়েছেন, খসড়া তালিকার উপর যে কোনো দাবি বা আপত্তি গ্রহণ করে নীতিমালা অনুযায়ী তা নিষ্পত্তি করা হবে। খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি/আপত্তি জমা দেওয়ার শেষ দিন ২৫ সেপ্টেম্বর, এবং প্রাপ্ত দাবি/আপত্তি নিষ্পত্তির শেষ দিন ১২ অক্টোবর। সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা হবে ২০ অক্টোবর। কমিশন সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে নির্ধারিত সময়সূচিতে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য ও সম্ভাব্য চূড়ান্ত তালিকা (সফট কপি) নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠানোর নির্দেশ দিয়েছে।
 

এসময় কমিশন ভোটকেন্দ্র স্থাপন নীতিমালার নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করেছে, যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম সময়মতো এবং স্বচ্ছভাবে সম্পন্ন করা যায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]