অবৈধ সম্পদ: সাবেক কৃষিমন্ত্রীর পিএ মাকসুদুল ও স্ত্রী দুদকের মামলার মুখে

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৫:৩৯:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৫:৩৯:১৯ অপরাহ্ন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী (পিএ) মাকসুদুল হাসান এবং তাঁর স্ত্রী হাসনাতুল হাসনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 

বুধবার (২০ আগস্ট) দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। দুদক সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় মাকসুদুল হাসান জ্ঞাত আয়–বহির্ভূত প্রায় ৬৯ লাখ ৪৩ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
 

অন্যদিকে, তাঁর স্ত্রী হাসনাতুল হাসনার বিরুদ্ধে ৭৬ লাখ টাকার বেশি সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় মাকসুদুল ও হাসনাতুল দুজনকেই আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুদক আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
 

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ অনুসন্ধান শেষে পর্যাপ্ত প্রমাণ হাতে পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার তদন্ত শেষ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]