হবিগঞ্জে তেলবাহী লরিতে ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ, বাজারমূল্য সোয়া কোটি

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৯:২১:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৯:২১:৫৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে তেলবাহী লরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য সোয়া কোটি টাকা বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজিবি সূত্র জানায়, দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল ঢাকা-সিলেট মহাসড়কে ফাঁদ পেতে সন্দেহজনক তেলের লরিটি আটক করে। লরিটি সুনামগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে মালামাল পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। তল্লাশির সময় ট্যাংকের ঢাকনা খুলে ভেতর থেকে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, জিরা ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “চোরাচালানিরা যত অভিনব কৌশলই অবলম্বন করুক না কেন, বিজিবি তাদের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থানে থাকে। এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও চলবে।”

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]