ফেনীর ফুলগাজীতে গাছের গোড়ায় অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৯:১৮:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৯:১৮:৩৪ পূর্বাহ্ন

ফেনীর ফুলগাজীতে গাছের গোড়ায় অবিস্ফোরিত দুটি গ্রেনেড পাওয়া গেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় কৃষক মামুন গরু চরাতে গিয়ে সুজামিয়া প্রধানের বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে গাছের গোড়ায় গ্রেনেডের মতো বস্তু দেখতে পান। পরে দ্রুত স্থানীয়দের খবর দেন এবং প্রশাসনকে অবহিত করা হয়।

খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং গ্রেনেড উদ্ধার ও নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেড দুটি বহু পুরনো এবং মাটির নিচে পুঁতে রাখা ছিল। সাম্প্রতিক বর্ষা ও বন্যার কারণে এগুলো উঁকি দিয়েছে।

ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বোম ডিসপোজাল টিম ছাড়া গ্রেনেড দুটি সম্পর্কে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তারা এসে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]