ধর্মঘট শেষে আংশিক ফ্লাইট চালু করল এয়ার কানাডা

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৯:১৪:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৯:১৪:১০ পূর্বাহ্ন

তিন দিন ধরে চলা লাগাতার ধর্মঘট শেষে ধীরে ধীরে ফ্লাইট চালু করেছে এয়ার কানাডা। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে পূর্ণ কার্যক্রম স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেতন বৃদ্ধির দাবিতে গত শনিবার থেকে কানাডার বৃহত্তম এয়ারলাইন্সটির ১০ হাজারের বেশি ফ্লাইট অ্যাটেনডেন্ট কর্মবিরতিতে গেলে স্থবির হয়ে পড়ে ফ্লাইট কার্যক্রম। এর ফলে তিন দিনে ৬০০-র বেশি ফ্লাইট বাতিল হয় এবং প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।

এয়ার কানাডা জানিয়েছে, আগামী কয়েকদিনেও কিছু ফ্লাইট বাতিল হতে পারে। তবে ক্রু ও কর্তৃপক্ষের মধ্যে বিরোধ মীমাংসা হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) ভোরে কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) ধর্মঘটের ঘোষণা দেয়। ইউনিয়নটি ১০ হাজারেরও বেশি ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্ব করে এবং তাদের নেতৃত্বেই ৭২ ঘণ্টার এই কর্মবিরতি শুরু হয়েছিল।

(সূত্র: বিবিসি নিউজ)

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]