অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৯:০২:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০২:৩৭:১০ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, থাইল্যান্ডে চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন মির্জা ফখরুল। পরে রাত ১১টা পর্যন্ত তিনি গুলশানে একটি বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি ভর্তি আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]