নাইজেরিয়ায় মসজিদে ফজরের নামাজে হামলা, নিহত কমপক্ষে ২৭ মুসল্লি

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৮:৩১:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৮:৩১:২৬ পূর্বাহ্ন

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজর নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় অন্তত ২৭ মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 

স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 

হামলাটি ঘটে মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাতে মালুমফাশি স্থানীয় সরকার এলাকার উঙ্গুওয়ান মানতাউ গ্রামের একটি মসজিদে। ফজরের নামাজ চলাকালীন বন্দুকধারীরা ভেতরে ঢুকে গুলি চালালে নামাজে অংশ নিতে আসা মুসল্লিরা আতঙ্কে দিগবিদিক ছোটাছুটি শুরু করেন। পালানোর সময়ও তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে হামলাকারীরা।
 

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় সশস্ত্র হামলা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানির প্রবেশাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষ প্রায়ই সাধারণ মানুষের ওপর প্রাণঘাতী আক্রমণে রূপ নিচ্ছে।
 

এর আগে চলতি বছরের জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেনু রাজ্যে প্রায় প্রতিদিনের রক্তপাত বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানায়।
 

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের রক্তাক্ত হামলার পরপরই সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, আরও আক্রমণ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]