
মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র মাস রমজান। এ মাসে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম ইবাদত, দোয়া, আল্লাহর সান্নিধ্য অর্জন এবং পারিবারিক ও সামাজিক বন্ধন শক্তিশালী করতে ব্যস্ত থাকেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার (১৮ আগস্ট) জানিয়েছে, জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস সম্ভাব্যভাবে ১৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে। আরব বিশ্বের অধিকাংশ দেশে আগের সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে বাংলাদেশে পরের দিন, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে।
তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখা সাপেক্ষে প্রদান করা হবে। সাধারণত আরবি মাস শাবানের ২৯তম দিন চাঁদ দেখা হয় এবং প্রত্যেক দেশের ধর্মীয় কর্তৃপক্ষ রমজান মাস শুরু ও শেষের তারিখ ঘোষণা করে।
ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণ করে নির্ধারিত হওয়ায় মাসগুলো সৌর বছরের তুলনায় ছোট। তাই প্রতিবছর আরবি মাসগুলো ইংরেজি বর্ষপঞ্জিকার তুলনায় ১০–১১ দিন পিছিয়ে যায়। এর ফলে মুসলিমরা বিভিন্ন ঋতুতেই রমজানের বরকত ও পুণ্য লাভের সুযোগ পান।
সূত্র: গালফ নিউজ