
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অফিসিয়াল ইমেইল সিস্টেম সম্প্রতি বড় ধরনের সাইবার হামলার মুখে পড়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে বিজিডি ই-গভ সার্টের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ইউনিটের তদন্তে জানা যায়, এ হামলায় Avalanche-Andromeda ও Pykspa নামক ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে। আক্রমণকারীরা আক্রান্ত সিস্টেম থেকে কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল (সি-টু) সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা চালায়, যার মাধ্যমে সেনসিটিভ তথ্য চুরি এবং অতিরিক্ত ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল।
তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইতোমধ্যে সন্দেহজনক আইপি ও ডোমেইন ব্লক করা হয়েছে, আক্রান্ত ডিভাইস নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোকে নিরাপদ পরিবেশে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি নেটওয়ার্কে নিবিড় মনিটরিং, অব্যবহৃত সার্ভিস বন্ধকরণ এবং ব্যবহারকারীদের মধ্যে সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজিডি ই-গভ সার্টের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এ হামলায় অন্তত সাতটি ভারতীয় সাইবার টিম জড়িত থাকার সম্ভাবনা ৯৯.৯৯ শতাংশ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের হামলা ভবিষ্যতে আরও জটিল আকার নিতে পারে। তাই নিয়মিত মনিটরিং, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সাইবার ডিফেন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে।