
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে একসঙ্গে ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বিভিন্ন কর অঞ্চল ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, যশোর, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রংপুরসহ দেশের একাধিক স্থানে এ পদায়ন করা হয়েছে। বদলির আওতায় কর অঞ্চল ও কর আপিল অঞ্চল উভয় ক্ষেত্রেই কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন হয়েছে। এর মধ্যে ঢাকার কর অঞ্চল-২০-এ যোগ দিয়েছেন মো. হাফিজ আল আসাদ, কর অঞ্চল-১১-তে শেখ শাহীন এবং কর অঞ্চল-৩১-এ মো. মিজানুর রহমান। এছাড়া গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, রাজশাহী ও যশোর অঞ্চলেও নতুন কমিশনাররা দায়িত্ব পেয়েছেন।
এছাড়া চট্টগ্রাম, সিলেট ও খুলনাসহ একাধিক কর অঞ্চলে কর্মকর্তাদের পুনর্বিন্যাস করা হয়েছে। কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধি ও কার্যক্রম গতিশীল করতে নিয়মিতভাবেই এনবিআর এ ধরনের বদলি ও পদায়ন করে থাকে। সাম্প্রতিক সময়ে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকে সংস্থাটির ভেতরে বেশ কিছু প্রশাসনিক পরিবর্তন আনা হচ্ছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলির পাশাপাশি কিছু কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। এনবিআর মনে করছে, এ পদক্ষেপের মাধ্যমে কর আদায় ও প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে।