সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৮ জনের বিরুদ্ধে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার মামলা

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১২:৫২:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১২:৫৭:৩৬ পূর্বাহ্ন
বিএনপি কর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী আবির। আদালত এজাহার গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য পল্টন থানাকে নির্দেশ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে কলাবাগান এলাকায় বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচারণা চালানো হয়। এ সময় ১ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে আবিরকে জোরপূর্বক তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে তাকে হাজারিবাগের একটি ট্যানারির গোডাউনে আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আবিরের পরিবার থেকে ৫ লাখ টাকা আদায়ের পর ৫ ডিসেম্বর সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অপহরণের এই ঘটনায় আওয়ামী লীগের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সম্পৃক্ত একদল সন্ত্রাসী জড়িত ছিল।

এছাড়া অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন সমাবেশে অংশ নিলে সেখানে পুলিশের অভিযানের পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। পুলিশের গুলিবর্ষণ, টিয়ারশেল ছোড়া ও লাঠিচার্জের কারণে অনেক নেতাকর্মী আহত হন। আবিরও গুলিবিদ্ধ হয়ে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফেরেন। পরদিনই স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার বাসায় হামলা করে ভাঙচুর, লুটপাট এবং শারীরিক নির্যাতন চালায়। সেখান থেকে আবার তাকে তুলে নিয়ে থানায় পাঠানো হয় এবং পরে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়। জামিন পেতে তাকে দীর্ঘ ২২ দিন কারাভোগ করতে হয়।

মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম, ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

মামলাটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে, যদিও অভিযোগের সত্যতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]