২০২৫ সালের হজই হবে তীব্র গরমের শেষ হজ

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১১:৪১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১২:৪৫:০৯ পূর্বাহ্ন

গত কয়েক বছর ধরে হজের মৌসুমে সৌদি আরবে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়ছেন হাজিরা। এতে অসুস্থ হয়ে পড়েন অনেকে, এমনকি ঘটে মৃত্যুর ঘটনাও। তবে এবার আশার খবর দিয়েছে দেশটির ন্যাশনাল মেটারোলজিক্যাল সেন্টার (এনএমসি)। পাকিস্তানভিত্তিক পত্রিকা দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ২০২৫ সালের হজ হবে তীব্র গরমের শেষ হজ। এরপর থেকে আবহাওয়া ধীরে ধীরে শীতল হতে শুরু করবে।

এনএমসি জানায়, ইসলামি চন্দ্রবর্ষের কারণে ২০২৬ সাল থেকে পরবর্তী প্রায় ১৬ বছর হজ অনুষ্ঠিত হবে তুলনামূলক ঠান্ডা আবহাওয়ায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩৩ সাল পর্যন্ত হজ পড়বে বসন্তকালে আর ২০৩৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত অনুষ্ঠিত হবে শীতকালে।
 

এর মূল কারণ ইসলামি চান্দ্র ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডারের তুলনায় প্রতিবছর প্রায় ১০ দিন এগিয়ে যায়। ফলে হজের তারিখও প্রতি বছর কিছুটা করে পরিবর্তিত হয়ে বিভিন্ন ঋতুতে পড়ে। এনএমসি জানায়, এই ধারা অনুসারে হজ ধীরে ধীরে গ্রীষ্ম থেকে বসন্ত ও শীতের দিকে সরে যাচ্ছে। তবে ২০৪২ সাল থেকে আবার হজ গ্রীষ্মকালে ফিরবে।
 

এদিকে তীব্র গরমে হাজিদের স্বাস্থ্যঝুঁকি কমাতে সৌদি কর্তৃপক্ষ নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ছায়াযুক্ত পথ তৈরি, পর্যাপ্ত পানির সরবরাহ, মোবাইল কুলিং ইউনিট স্থাপন এবং তাপদাহ মোকাবিলায় বিশেষ কর্মসূচি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]