মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেফতার

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০১:১৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০১:১৩:৩০ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাগ্নে বিল্লালের বিরুদ্ধে সাতটি ওয়ারেন্ট রয়েছে। পাশাপাশি ছয়টি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ রয়েছে। 
 

ডিসি তালেবুর রহমান বলেন, “ভাগ্নে বিল্লাল মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” গ্রেফতারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র বা অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি। তবে সিটিটিসি পরে এ বিষয়ে আরও তথ্য জানাবে বলে জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।
 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে স্থানীয়দের আতঙ্ক সৃষ্টি করে আসছিল ভাগ্নে বিল্লাল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]