কক্সবাজার সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০১:১০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০১:১০:০৪ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত থেকে ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পালংখালী ইউনিয়নের পশ্চিম আঞ্জুমানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
 

আটক ব্যক্তির নাম মোহাম্মদ কাউছার (২৮)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মৃত আমিরুজ্জামানের ছেলে।
 

বিজিবি জানায়, সাম্প্রতিক সময়ে উখিয়ার সীমান্ত দিয়ে মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ১৯ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি টহলরত অবস্থায় বিজিবির সদস্যরা এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাকে থামার নির্দেশ দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
 

তল্লাশির সময় তার শরীরে গেঞ্জি দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং একটি দা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা। সীমান্ত এলাকাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]