দেশের বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল, অপরিবর্তিত আছে রুপার মূল্যও

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:০৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:০৯:০৬ অপরাহ্ন

দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবারও বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সর্বশেষ ঘোষিত সমন্বিত মূল্যেই দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা চলছে।
 

গত জুলাই মাসে দু’দফায় দাম বাড়ার পর একবার কমেছিল স্বর্ণের দাম। সর্বশেষ ২৪ জুলাই বাজুস এক ভরি স্বর্ণে ১ হাজার ৫৭৪ টাকা কমানোর ঘোষণা দেয়, যার পর থেকে বাজারে ২২ ক্যারেটের ভরি প্রতি দাম দাঁড়ায় ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। বর্তমানে ২১ ক্যারেটের ভরি প্রতি দাম ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি বিক্রি হচ্ছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায়।
 

বাজুস জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস ঘোষিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে ২৩ জুলাই বাজুস দাম বাড়িয়ে ২৪ জুলাই থেকে কার্যকর করেছিল, তখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা নির্ধারিত হয়।
 

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]