জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন জমার সময় বাড়ল

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:০৪:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:০৪:৩৩ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জাকসু নির্বাচনের নির্বাচন কমিশনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় একদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে।
 

এদিকে, বুধবার (২০ আগস্ট) ‘আখেরী চাহার সোম্বা’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। নির্বাচনী কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]