
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা টানা ৪৮ ঘণ্টা ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। এ সময় ছয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মুখে না ফেলে সমাধানের পথে এগোনোর চেষ্টা চলছে। উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী নিজে উপস্থিত হয়ে একাধিকবার অনশন ভাঙানোর চেষ্টা করেন, তবে শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়ন ও গেজেট প্রকাশের কাজ প্রক্রিয়াধীন থাকায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করা হচ্ছে। এজন্য ১০ কার্যদিবস সময় দেওয়ার অনুরোধ জানিয়ে সোমবার রাতে জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি কার্যকর ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রশাসনও এ বিষয়ে একমত। তবে বিশ্ববিদ্যালয় আইন ২০০৯-এ ছাত্র সংসদ সংক্রান্ত কোনো ধারা না থাকায় বিষয়টি সিন্ডিকেট সভায় উত্থাপনের পর পদক্ষেপ নেওয়া হয়। এর অংশ হিসেবে ছাত্র সংসদের নামে আলাদা ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং গঠনতন্ত্র প্রণয়নে একটি কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গঠনতন্ত্র সংগ্রহ করে বেরোবির জন্য একটি খসড়া প্রস্তুত করে, যা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়েছে। বর্তমানে এটি বিশেষজ্ঞ কমিটির যাচাই-বাছাইয়ে রয়েছে। পরবর্তী ধাপে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে এবং তারপর নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।
প্রশাসনের দাবি, দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে ইউজিসির বিশেষজ্ঞ কমিটির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন যে সেপ্টেম্বর মাসের মধ্যেই আনুষ্ঠানিকতা শেষ করে নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। একই সঙ্গে তিনি অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় খাদ্য গ্রহণের আহ্বান জানিয়েছেন।