বাংলাদেশে ডালের বাজারে লাগামহীন দাম বৃদ্ধি, ভোক্তাদের ভোগান্তি

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১০:৩৩:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১০:৩৩:০৪ পূর্বাহ্ন

দেশের বাজারে ডালের দাম হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের ওপর চাপ বেড়েছে। গত এক মাসের ব্যবধানে মশুর, ছোলা ও মুগসহ প্রায় সব ধরনের ডালের কেজি প্রতি দাম বৃদ্ধি পেয়েছে গড়ে ২০ টাকা। এর মধ্যে ছোটদানার মশুর ডালের দাম সবচেয়ে বেশি বেড়েছে, যা বর্তমানে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ার কারণে খুচরা বাজারে প্রভাব পড়ছে আরও বেশি। এতে মাছ ও মাংসের মতো পুষ্টিকর খাবার নাগালের বাইরে থাকা নিম্নবিত্ত মানুষ এখন সাশ্রয়ী বিকল্প হিসেবেও ডাল কিনতে হিমশিম খাচ্ছে। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, বাজারে কার্যকর তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে।

দাম বাড়ার পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে আমদানির ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি। স্থানীয় উৎপাদন কম হওয়ায় দেশকে মূলত আমদানির ওপরই নির্ভর করতে হয়। তবে এই সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।

সরকারি সংস্থার তদারকির ঘাটতির কারণে প্রকৃত কারণ অনুসন্ধান কিংবা বাজার স্থিতিশীল করার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় টিসিবি সীমিত পরিসরে ট্রাকে মশুর ডাল বিক্রি করছে, যদিও তা বিপুল চাহিদার তুলনায় অনেক কম। পাশাপাশি, এসব ডালের মান নিয়েও সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]