
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে শো কজ নোটিশ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, র্যাগিং ও অনৈতিক আচরণ শৃঙ্খলা বিধির কঠোর লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এ ধরনের ঘটনা কখনও ছাড়যোগ্য নয়।
নোটিশপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২৩ ব্যাচের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের মো. রাফি আহম্মদ ভুঁইয়া, আব্দুল্লাহ আল নাছির, সাজ্জাদ হাসান, তানভীর খান, মনসুর আলম সিয়াম, এসকে ফাহিম আহমেদ, মো. আতিকুর রহমান ফাহিম, যন্ত্রকৌশল বিভাগের সাখাওয়াত হোসেন সজীব, মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের আহমেদ ইতিসার এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোনতাসিন হোসেন মাহি রয়েছেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ১৩ আগস্ট রাত ১টার সময় মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা এন-৫১২ নম্বর রুম পর্যবেক্ষণকালে ২৩ ব্যাচের ১০ জন শিক্ষার্থীকে ২৪ ব্যাচের ৯ জন শিক্ষার্থীকে হয়রানি করতে দেখা গেছে। ঘটনার সরাসরি সংশ্লিষ্টতা থাকার কারণে তাদের বিরুদ্ধে শো কজ নোটিশ জারি করা হয়েছে।
শিক্ষার্থীদের আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে লিখিত জবাব দাখিল করতে এবং একই দিনে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম জানান, চুয়েট প্রশাসন ক্যাম্পাসে র্যাগিং ও মাদক নির্মূলে দৃঢ় অবস্থান নিয়েছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।