
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নিরপরাধ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। একই সঙ্গে দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেছেন।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ১২তম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মব জাস্টিস প্রসঙ্গে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সরকার এ ধরনের ঘটনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া ১৫ আগস্ট উপলক্ষে ফুল দেওয়ার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
সভায় জানানো হয়, চাকরিবিধি অনুসারে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৮ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া এবং ৬০ কর্মদিবসের বেশি অনুপস্থিত থাকলে চাকরিচ্যুত করার নিয়ম ভবিষ্যতেও বহাল থাকবে।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা বিভাগে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এসব পদে সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত বিভিন্ন স্তরের নতুন সদস্য যুক্ত হয়েছেন।