ট্রাম্প বৈঠকের পর মোদিকে ফোন পুতিনের, আলোচনায় ইউক্রেন যুদ্ধ

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:৫৯:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:৫৯:২৯ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১৮ আগস্ট) হওয়া এই আলোচনায় ইউক্রেন যুদ্ধসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু উঠে আসে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
 

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ও আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের আহ্বান জানান। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভারত এই প্রক্রিয়ায় সহযোগিতা ও সমর্থন জানাতে প্রস্তুত।
 

এছাড়া মোদি ও পুতিন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা নিয়েও মতবিনিময় করেছেন। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে ভারত-রাশিয়া যোগাযোগ বাড়লেও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের নিরপেক্ষ অবস্থান বিশেষভাবে আলোচনায় রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]