
কুয়েতে গোপনে উৎপাদিত বিষাক্ত মদ পান করার ফলে ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনী স্থানীয়ভাবে বিষাক্ত মদ তৈরি ও সরবরাহের সঙ্গে যুক্ত এই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানায়, আবাসিক ও শিল্প এলাকায় পরিচালিত ছয়টি কারখানা এবং আরও চারটি প্রস্তুতিহীন কারখানা জব্দ করা হয়েছে। তদন্তে জানা গেছে, এক নেপালি নাগরিক মদে মিথানল মেশানো এবং বিক্রির প্রক্রিয়ার তথ্য দিয়েছেন। মুসলিম প্রধান দেশ কুয়েতে মদ উৎপাদন বা আমদানি নিষিদ্ধ। তবে কিছু অবৈধ স্থানেই নিরাপত্তা বা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মদ তৈরি করা হয়, যা পানকারীদের জন্য প্রাণঘাতী ঝুঁকি সৃষ্টি করে।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিষাক্ত মদ পান করে ১৬০ জনের শরীরে মিথানলের বিষক্রিয়া দেখা গেছে। এর মধ্যে ২৩ জন মারা গেছেন, মৃতদের অধিকাংশ এশীয় নাগরিক। এছাড়া অন্তত ৫১ জনকে কিডনি ডায়ালাইসিসের জন্য এবং ৩১ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
দেশে প্রবাসীদের মধ্যে সবচেয়ে বড় সম্প্রদায় ভারতীয়রা। ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েক দিনে প্রায় ৪০ জন ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, কয়েকজন আশঙ্কাজনক অবস্থায়, এবং অনেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।